সংবাদ

আইসিটি লার্নিংয়ে যোগ দিতে নিউজিল্যান্ডে যাচ্ছেন আমাদের প্রধান শিক্ষিকা


Published in:

Date : 12 Day : Thursday Month : April Year : 2018

সংবাদ Info

ওভারসীজ ট্রেনিং ফর আইসিটি লার্নিং সেন্টার’ এ যোগ দিতে নিউজিল্যান্ড যাচ্ছেন সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ। 


বৃহস্পতিবার (১২ এপ্রিল) সিলেট থেকে ঢাকা যাবেন তিনি এবং ১৩ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। 

নিউজিল্যান্ডের মরক্কো ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ লার্নিং সেন্টার অনুষ্ঠিত হবে। 

দেশের খ্যাতনামা ২১টি বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে ২১জন অধ্যক্ষ, প্রধান শিক্ষক ‘ওভারসীজ ট্রেনিং ফর আইসিটি লার্নিং সেন্টার’ এ যোগ দিতে একই ফ্লাইটে নিউজিল্যান্ড যাচ্ছেন।

Attachment