Documents for unique ID
সংবাদ Info
শিক্ষার্থীদের ইউনিক আইডির তথ্যছক ফর্ম এর সাথে যা জমা দেয়া প্রয়ােজন:
১. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ২ কপি । (সাদা ব্যাকগ্রাউন্ড এবং ফর্মাল ছবি)
২. শিক্ষার্থীর অনলাইনে নিবন্ধনকৃত জন্ম নিবন্ধনের ফটোকপি ০১টি।
৩. শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্তের মেডিকেল রিপোর্টের ফটোকপি ১টি। ( ঐচ্ছিক)
8। মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি ০১টি।(পরিচয়পত্রের অপর পৃষ্ঠায় মাতার মোবাইল নম্বরটি লিখে দিতে হবে)
৫। মাতার অনলাইনে নিবন্ধনকৃত জন্ম নিবন্ধনের ফটোকপি ০১টি। (ঐচ্ছিক)
৬। পিতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি ০১টি।(পরিচয়পত্রের অপর পৃষ্ঠায় পিতার মােবাইল নম্বরটি লিখে দিতে হবে)।
৭। পিতার অনলাইনে নিবন্ধনকৃত জন্ম নিবন্ধনের ফটোকপি ০১টি (ঐচ্ছিক)
৮। পিতা-মাতা উভয়ই জীবিত না থাকলে অভিভাবকের জাতীয়পরিচয়পত্রের (NID) ফটোকপি ০১টি।(পরিচয়পত্রের অপর পৃষ্ঠায় মােবাইল নম্বরটি লিখে দিতে হবে)।
৯। শিক্ষার্থীর রেজিষ্ট্রেশনের ফটোকপি ০১টি (৮ম শ্রেণি থেকেদ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
১০। প্রাথমিক/ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সনদের ফটোকপি ০১টি(৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য প্রযােজ্য)।
১১। পিইসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি,এসএসসি/দাখিলভােকেশনাল পরীক্ষার নম্বরফর্দ (ট্রান্সক্রিপ্ট) এর ফটোকপি ০১টি।
১২। শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেটের ফটোকপি ০১টি।
সকল তথ্য অবশ্যই সঠিকভাবে উপস্থাপন করতে হরে