ছাত্রীদের জন্য নির্দেশবলী:* কলেজ কর্তৃক নির্দেশিত পােশাক (Uniform) কলেজ ব্যাজসহ পরিধান করে কলেজেআসা প্রত্যেক ছাত্রীর জন্য বাধ্যতামূলক। কলেজের ছাত্রীদের জন্য নির্দিষ্ট পােশাক- সাদাকামিজ, সেলোয়ার, সাদা ওড়না, ও সাদা স্কার্ফ এবং সাদা জুতা-মােজা।* কলেজের প্রত্যিহিক সমাবেশে (Assembly) যথাসময়ে প্রত্যেক ছাত্রীর অংশগ্রহণবধ্যিতামূলক। প্রভাতী শাখার সমাবেশ প্রতিদিন সকাল ৭.১৫ টায় এবং দিবা শাখারসমাবেশ ১১.৪৫ টায় অনুষ্ঠিত হবে।* বিনা অনুমতিতে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।টিফিন পিরিয়ডের পর সতর্কীকরণ ঘন্টা (Warning Bell) বাজার সাথে সাথে ছাত্রীদেরঅবশ্যই শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।* প্রভাতি শাখার ছুটি না হওয়া পর্যন্ত দিবা শাখার কোন ছাত্রী শ্রেণিকক্ষের এলাকায়প্রবেশ করতে পারবে না।* শ্রেণিকক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখা ছাত্রীদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।বাজে কাগজ, টিফিনের বর্জ্য ইত্যাদি যত্রতত্র না ফেলে কক্ষে সংরক্ষিত ঝুড়িতে (Bin)ফেলতে হবে। এ ব্যাপারে ক্লাস ক্যাপ্টেনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।কলেজের সম্পদ কেউ নষ্ট করবে না। কলেজের আসবাবপত্রসহ গাছপালার।রক্ষণাবেক্ষণে ছাত্রীদের বিশেষ যত্নশীল হতে হবে। দরজা, জানালা বা দেয়ালে কোন কিছুলিখা বা দাগ দেওয়া শাস্তিযােগ্য অপরাধ। কলেজের যে কোন প্রকার সম্পদ বিনষ্টকারীছাত্রীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।* পাঠসংক্রান্ত উপকরণ ছাড়া অন্য কিছু নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ। কোনছাত্রী পাঠসংক্রান্ত উপকরণ ছাড়া অন্য কোন কিছু যেমন-ভিউকার্ড, কার্টুন, ম্যাগাজিন, চটিবই, মােবাইল ফোন ইত্যাদি বহন করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকরা হবে।* অগ্রিম ছুটি না নিয়ে বিদ্যালয় ও কলেজে অনুপস্থিত থাকা যাবে না। বিনা অনুমতিতেঅনুপস্থিত থাকলে পিতা বা অভিভাবকের স্বাক্ষরযুক্ত দরখাস্তে অনুপস্থিতির উপযুক্ত কারণদর্শাতে হবে এবং সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের (Class Teacher) সুপারিশসহ প্রধানশিক্ষকের অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করতে হবে। শিফট পরিবর্তনের ব্যাপারে কোনপ্রকার আবেদন গ্রহণ করা যাবে না।* পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন করলে বা কলেজের শৃঙ্খলা পরিপন্থী কোন কাজকরলে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।* ছাত্রীদের কলেজের মােট কার্যদিবসের ৮০% উপস্থিত থাকতে হবে, নতুবা তারপ্রমােশন বিবেচনা করা হবে না।* সকল অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ করা কলেজের ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।সকল নিয়ম-কানুন মেনে চলা প্রত্যেক ছাত্রীর অবশ্য কর্তব্য।* নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশােধ করতে হবে।