জাতীয় টিভি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ: বিদ্যালয়ের বিতর্ক দল দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণের তত্ত্বাবধানে প্রতিবছর জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রিতযোগিতায় অংশগ্রহণ করে থাকে।
কৃতি শিক্ষর্থী সংবর্ধনা: প্রতি বছর বিদ্যালয় থেকে যেসব ছাত্রী এস.এস.সি পরীক্ষায় এ প্লাস ও গোল্ডেন এ প্লাস পায় তাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেধাবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিশেষে, বিদ্যালয়ের শিক্ষার্থীগণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সংগীত চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: আমাদের বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকাগণের তত্ত্বাবধানে সংগীত শিক্ষা চলে আসছে বহুদিন থেকে। বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান, বিদায় সংবর্ধনা, কৃতি ছাত্রী সংবর্ধনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
অত্র বিদ্যালয়ের ছাত্রীরা শুধুমাত্র বিদ্যালয় অঙ্গনে নয় বিদ্যালয়ের বাইরে ও বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। জাতীয় শিক্ষা সপ্তাহ, শিশু সপ্তাহ, জনসংখ্যা দিবস সহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিবছরই বিদ্যালয়ের ছাত্রীরা একাধিক পুরষ্কার অর্জন করে থাকে। জাতীয় টেলিভিশন বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও কৃতিত্ব অর্জন করছে।