দুটি পাতা একটি কুড়ির দেশ হযরত শাহজালাল (র) এর পূণ্যভূমি প্রাকৃতিক সৌন্দর্যের অর্পূব লীলা নিকেতন সিলেট জেলা। এ জেলার প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে কয়েক একর জমির উপর মাথা উচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষের পুরোনো, সিলেট - এর ঐতিহ্যবাহী বিদ্যালয় "সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ" সিলেট। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত শিক্ষা-দীক্ষা, শিষ্ঠাচার, খেলাধূলা, সাহিত্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে অত্র বিদ্যালয়ের ছাত্রীরা কৃতিত্ত্বের সাথে সাফল্য অর্জন করে আসছে।
বিদ্যালয়টি সিলেট বিভাগের নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা রাখছে। উল্লেখ্য যে, বিদ্যালয়টি ২০০০ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। বিদ্যালয়ের কার্যক্রম কেবলমাত্র শিক্ষাদান ও জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যে , নিয়মিতভাবে বিদ্যালয় থেকে বিদ্যালয় বার্ষিকী প্রকাশ করা হয়। বিদ্যালয় বার্ষিকী কোনো বিদ্যালয়ের আভ্যন্তরীণ রুপরেখার পরিচয় বহন করে।