আমাদের আছে একটি উন্নত সুবিশাল খেলার মাঠ। খেলাধূলা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান: শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। তাই আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার অনুশীলন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের ছাত্রীদের জন্য রয়েছে নিয়মিত খেলাধূলার ব্যবস্থা। প্রতি বছরের শুরুতে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অভিভাবক, স্থানীয় প্রশাসন, শিক্ষাবিদ, বিভিন্ন সমাজসেবী ও প্রাক্তন ছাত্রীদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দমূখর হয়ে উঠে। শুধুমাত্র বিদ্যালয় প্রাঙ্গণে নয় জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত শীতকালীন ও গ্রীষ্মকালীন আন্ত:উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিবছর এ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে এবং কৃতিত্ব অর্জন করে থাকে। বিদ্যালয়ের সার্বিক খেলাধূলা তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক মিসেস শাহানা বেগম, জনাব ঝলক রঞ্জন তালুকদার ও মিসেস শরিফা খাতুন।